বুধবার, ২৪ জুলাই, ২০১৩

আমার আমি - হাসান ইমতি















খুব সাধারন আমি, আমার একান্ত কোন আকাশ নেই নীল,
শাসন শোষণের জন্য আমার গুটিকয় মহাদেশ নেই স্বপ্নিল,
একফালি চাঁদ নেই, জোস্নাময় ব্যক্তিগত কোন রাত নেই,  
নাইতে নামার জন্য আমার সামান্য একটা লবন সমুদ্র চাই,
বিজয় কেতন ওড়ানোর জন্য আকাশ ছোঁয়া পর্বতচুড়া নেই,
আমার নিজস্ব জল প্রপাত, ঝর্ণা, মরূদ্যান বা বনভুমিও চাই,
অনন্ত মহাকাল পরিভ্রমণের জন্য একটি টাইম মেশিন নাই,
নক্ষত্রবীথি পর্যবেক্ষণের জন্য দ্রুতগামী এক স্পেসশিপ চাই,
নিজস্ব একটা লাল সূর্য, সৌর জগত বা ছায়াপথও যে নেই
তাই আবারো বলছি, খুব , খুব, খুবই সাধারন আমি এই     

শত মানুষের ভীরে তবুও তুমি কেন আমাকেই বেছে নাও
বারবার, তবু আমার প্রতি কেন তোমার শর্তহীন পক্ষপাত ?
আবারও বলছি নিজেকে প্রশ্ন  করে দেখো এই আটপৌরে
সাধারন আমাকে নিয়ে কেন এতো রঙ্গিন সুখ স্বপ্ন বুনছ ?
কেন আমার  হাতে হাত সঁপে জীবন পাড়ির স্বপ্ন দেখছ ?
একটাই তো সাধের মানব জন্ম,  তাকে কেন এই ভবিষ্যৎহীন
বোহেমিয়ান আমার ছন্নছাড়া হাতে শপে দেবার কথা ভাবছ ?
আমার কাছে কেন রঙিন জীবনের প্রিয় প্রত্যাশা রাখছ ?

কেন নিজেকে প্রস্তুত করছ আমার, কেবল আমার হতে ?
কাল হয়তো তোমার এই অনুভূতি ভুল মনে হতে পারে,
এই নিঃস্বার্থ ভালোবাসার বাঁধন দুর্বল হয়ে যেতে পারে,  
দুঃসহ আক্ষেপ হতে পারে ভুল পক্ষে বাজী ধরার জন্য,
হয়তো কোন নতুনের প্রত্যাশায়, সোনালী স্বপ্নের মোহে  
এই ভুল শুধরে নেয়ার কথাও মনে হতে পারে তোমার

আমি কখনো কারো আক্ষেপের সাথে নিজেকে জড়াই না,
আমার হীনতার কোন ভাগ আমি কখনো কাউকে দেই না,
ছেড়ে দেব বলে আমি কখনো ধরিও না কোন প্রিয় হাত,
ফিরিয়ে দেব বলে আমি কখনো স্পর্শ করি না প্রিয় হৃদয়,
তুমি ফিরে যাও তোমার আলো ঝলমলে নাগরিক জীবনে,
তোমার জন্য একবুক শুভ কামনা থাকলো, অনেক ভালো
থেক তুমি, আমি তোমার কাছে কোন প্রত্যাশা রাখবো না   

আমি কখনো তোমাকে আর পিছু ডাকবো না, শুধু প্রতীক্ষায়
থাকবো, সত্যিই যদি কোনদিন মনে হয়, আমাকে ছাড়া, আমার
ভালোবাসা ছাড়া, তোমার জীবন আচল, যদি অর্থহীন মনে হয়
বেঁচে থাকা, যদি চোখ ঝলসে দেয় উজ্জল ঝাড়বাতি, যদি অন্তহীন
কষ্টে কাটে প্রহর, শুধু আমার জন্য,  মনের টানে, যদি ভালোবাসার
খোঁজে ফিরে আসো, কথা দিলাম, সেদিন তোমাকে আর ফেরাবো না




হাসান ইমতি


 
স্বরচিত 

হাসান ইমতির কবিতারা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...