মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

আলো আধার - হাসান ইমতি

















একদিন সূর্যের আলো ভালোবেসে কেউ একজন,
নাম নাজানা অখ্যাত কেউ একজন হারিয়ে যেতে
চেয়েছিল কাল নিশুতি রাতের ঘন আঁধারের গাঢ়
অমানিশায়, তার সেই আকুলতা বোঝার মতো
কেউ সেদিন ছিলনা এই জনারণ্যে । শুধু সেদিন
কেন কখনোই কি কেউ ছিল যে স্বেচ্ছায় আঁধারের
নিজস্ব সত্তাকে ভালবেসেছে ? স্বেচ্ছায় আঁধারকে
কাছে টেনেছে ? স্বেচ্ছায় আঁধারকে আপন করেছে ?  
সবাই তো চায় আলোর কাণ্ডারী হতে, সুখের সুখ
সারথী হতে । এই সত্যটা ভুলে যায় সবাই যে
আলোকে জানতে হলে, সত্যিকার করে পেতে
হলে আঁধারকে জানতে হয়, ভালবাসতে হয় ।
আঁধারকে ভালবেসেই চিনতে হয় আলোর নিজস্ব
সত্ত্বাকে । আঁধারকে সেই ভালবাসতে পারে যে
আঁধারকে আধার বলেই ভালোবাসে, ভালোবাসে
আঁধারের নিজস্বতাকে, আলো পাবার জন্য নয় ।

আলো তো সবাই ভালবাসে, সবাই পেতে চায়,
কিন্তু শুধু আলোকে ভালবাসলে পুরো সত্য জানা
হয়না, শুধু আলোকে ভালবাসলে আলোকে পাওয়া
যায় না । যে আঁধারকে ভালোবাসে, যে আধারকে
জয় করতে পারে আঁধারের সাথে সে আলোকেও
পেয়ে যায় না চেয়েও । আলো থাকে আঁধারের
অবগুণ্ঠনেই । আলো আঁধারের এই চিরন্তন খেলায়
আঁধারকে ভালো না বেসে কেউ আলো পায় না ।

হাসান ইমতি 

স্বরচিত
হাসান ইমতির কবিতারা 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...