রবিবার, ২৮ জুলাই, ২০১৩

স্মৃতির দাগ - হাসান ইমতি

















আমি কেবল অবাক হয়ে ভাবি, কেবল ভাবি, ভাবি আর
ভাবি, বিবেকের দেয়ালে হেলান দিয়ে, চেতনার গভীরে মুখ
ডুবিয়ে ভাবি, ভাবি কেবল ভাবি, কি করে নিরন্তর ভালো
থাকো, ভালো থাকতে জানো তুমি, কি করে? আমার বড়
ঈর্ষা করতে ইচ্ছে পায় তোমাকে, বড় দুঃসহনীয় সে  ঈর্ষা,
গোপন ঈর্ষা দীঘিতে ডুবসাঁতার কাটতে কাটতে আমারও
বড়ো অমানবিক, বিবেকহীন, আপোষহীন ভালো থাকতে
ইচ্ছে পায় তোমার মতো, বড় ইচ্ছে পায় ভালো থাকতে,
তোমার মতো করে নিঃসীম, বিবেকহীন নিরন্তর ভালো  
আমার বড়ো জানতে ইচ্ছে পায়, নীলিমার নীল বিষে
রক্তাক্ত সবুজ বুক খামচে ধরে নীল মেঘের অসীমের
ক্ষুদ্রতা ছুঁয়ে বড় ইচ্ছে পায় জানতে কোন দাওয়াইতে,
কি করে সারালে তুমি তোমার বুকের পুরনো সেই ক্ষত
কোন সে মহাবিষে হল বিষক্ষয়, আমিতো পারিনি সে
ক্ষত শুকাতে, আমিতো পাইনি খুঁজে সেই মহা নীলবিষ

আমি অবাক হয়ে যাই, হতবাক হয়ে যাই তোমার সুখী
হবার সহজাত ঐশ্বরিক ক্ষমতা দেখে, কতো সহজেই
ভালো থাকতে জানো তুমি, কতো সহজেই সব ভুলে
যেতে পারো তুমি, কতো সহজেই সুখী হতে পারো তুমি,
কত সহজেই পুরনোকে বেঁচে দিতে পারো নতুনের দামে,  
কত সহজেই নিজেকে বদলে নিতে পারো নতুনের ফ্রেমে
পুরনো জীবনে দুঃখনীশি নেমে এলে কতো সহজেই
বিশ্বাস নিলামে তুলে, অতীতের সব সুখ স্পর্শ, স্মৃতির
দাগ পায়ে দলে খুজে নিতে পারো নতুন নির্লজ্জ আশ্রয়
তোমার মনের শরীর শ্বেতহংস পালকের মতো নিষ্কলুষ
স্মৃতির অস্পৃশ্য নোংরা দাগ লেগে থাকে না কখনোই


1 টি মন্তব্য:

Related Posts Plugin for WordPress, Blogger...