সোমবার, ২২ জুলাই, ২০১৩

জীবন কাহিনী - হাসান ইমতি
























সুন্দরবন ভ্রমনের গল্পে বাঘের কথা না থাকলে
সে হয় বড়ই সাদামাটা, নিতান্তই পানসে ।
সিলেট ঘুরে আসা মানেই চা পাতার তীব্র
কটু ঘ্রান, চা বাগানে হাঁটাহাঁটি, চা শ্রমিক
মেয়েদের পাতা তোলার মনোরম দৃশ্য ।

কক্সবাজার ঘুরে আসা মানেই গলা জলে নেমে
সমুদ্রস্নান, সমুদ্রের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ ।

তেমনি আমার জীবন কাহিনী মানেই তোমাকে
নিয়ে লেখা উপাখ্যান,আমার কিশোর থেকে যুবক
হয়ে উঠা, প্রথম ভালোলাগা, প্রথম একান্ত সুখ, প্রথম
ভালবাসতে শেখা, প্রথম পৌরুষ, প্রথম স্বপ্ন দেখা, প্রথম
নির্ঘুম রাতের প্রহর, প্রথম না পাওয়ার কষ্ট । সব কিছু
আবর্তিত হয় তোমাকে ঘিরেই । তোমার কাছে থাকা
মানে জীবন । তোমার পাশে থাকা মানে পূর্ণতা ।
তোমায় না পাওয়া মানে বর্ণহীন ধুসর নিঃসঙ্গ জীবন  ।
তোমায় না পাওয়া মানে স্বপ্ন হীন দীর্ঘ একাকী পথ ।

বিদ্রঃ প্রায় অর্ধশত কবিতা সহ আমার স্কুল জীবনের লেখা প্রথম কবিতার খাতাটি হারিয়ে গেছে । এই কবিতাটি ঐ সব কবিতার একটি যা স্মৃতি থেকে কপি করে দিলাম । বাকি কবিতাগুলো এখন আর মনে নেই । এই কবিতাটি ঐ সময়ের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হল ।
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...