সোমবার, ২২ জুলাই, ২০১৩

দিন যাপন - হাসান ইমতি













অসীম সাগর আছে আগের মতই সুবিস্তীর্ণ নীল
মানুষের হৃদয় শুধু শুষে নিয়েছে সঙ্কীর্ণতার নীল বিষ,  
আদিগন্ত ফসলের সবুজ মাঠ জবর দখল করে
নিয়ে গেছে ইট সুরকির হৃদয়হীন লাল হাহাকার,
নীলাকাশের সার্বজনীন উদারতা ঢাকা পড়ে যাচ্ছে
অবিশ্বাসের কার্বনময় কালো ধোঁয়ার অন্তরালে,  
মৃত্যু শয্যায় শুয়ে অসহায় কেঁদে ফিরছে জড়াগ্রস্থ মানবতা,
চায়ের কাপে ঝড় তোলা ভালোবাসা হৃদয়ের রাজপথ
ছেড়ে হিসাবের গলিপথে অবলীলায় ঢুকে গেছে আজ,
চাওয়া পাওয়ার অনুদার গণ্ডিতে বাঁধা পড়ে গেছে আজ
নিঃশর্ত ভালোলাগা ভাবনার ছায়াপথ ...  
হৃদয়ের খোলা মাঠের শেষ প্রান্তে দিগন্ত ছোঁয়া
আকাশ হয়ে দাড়িয়ে আছে ল্যাপটপের নীল উইন্ডো
গাড়ী চলে পেট্রোলে,
বিদ্যুতে চলে রেফ্রিজারেটর আর
মানুষের হৃদয় চলে লাভ ক্ষতির পারদে,
কোথাও কারো জন্য এতটুকু শান্তি বেঁচে পড়ে নেই ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...