মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

অধরা - হাসান ইমতি

















আকাশের নীল রঙ তোর ছিল ভীষণ ভীষণ
প্রিয়, সেই আকাশের নীল নীলাম্বরী সাজে
তুই তোর নিজেকে রাঙাতে ভালোবাসতিস,
আকাশের নীল রং ছিল তোর শরীরে,সাজে,
চেতনায়, তোর জলে, স্থলে, অন্তরীক্ষে ছিল শুধু
নীলের কারুকাজ,শুধু নীলের জয়জয়কার তাই
কি তুইও আকাশের মত অধরা রয়ে গেলি ?
অনেক দূরে বলে আকাশকে ছুতে পারিনি
এতো কাছে, এতো পাশে আকাশ রঙা তুই ,
এতো ইচ্ছে তোকে একটু ছুঁই, তবুও কত দূরে
তারপরও তোকে ছুঁতে  পারিনা একদমই
নীল আকাশরঙ্গা তুইও যে কেবলই
নীল আকাশের মতোই অধরাই থেকে যাস
আমার স্বপ্ন থেকে,
আমার চিন্তা থেকে,
আমার অনুভব থেকে
আমার জীবন থেকে,
আমার বাস্তবতা থেকে,
ঐ বিশাল নীল আকাশের মতই,
কেবলই অধরা থেকে যাস তুই
আমাকে কেবল ছোঁয় তোকে না ছুঁতে পারার
নীল কষ্টের আকাশের চেয়ে বিস্তীর্ণ শরীর



হাসান ইমতি 

স্বরচিত
হাসান ইমতির কবিতারা 

মায়ের চোখে জল - হাসান ইমতি

















আজ আমার মায়ের বহুবর্ষী চোখে নীরব জলের নদী,
আমার যে অভুক্ত মা তার নিজের মুখের গ্রাস সন্তানের
মুখে তুলে দিয়ে তার ক্ষুধা নিবারণের সুখে সদা হেসেছে,
আজ সে মমতাময়ী মায়ের চোখে তীব্র জলের আকুলতা,
শীতের রাতে হিম হয়ে আসা দেহের কাঁপুনিতে যে মা
সন্তানকে বুকের উষ্ণতায় নিরাপদে রেখে সুখী হয়েছে,  
আজ আমার সেই মায়ের চোখে দুঃখ নদীর উজান টান,  
সন্তানের সুখই ছিল মায়ের একমাত্র নিঃশর্ত আরাধনা,  
শতকষ্টেও যে মা পিছপা হয়নি সন্তানের মঙ্গল কামনায়,
আজ আমার সে মায়ের চোখে জল, সে মা কষ্টে ব্যাকুল,  
কে আছে যে আমার সব কষ্ট জয়ী মাকে দুঃখ দিতে পারে ?
সে আর কেউ নয়,  এই জল তার প্রিয় সন্তানের উপহার,
এই বেদনার্ত জল স্নেহময়ী  মাকে ভালোবাসাহীন সুদূর
বৃদ্ধাশ্রমে ঠেলে দেয়া তার আত্নজের ভালোবাসার প্রতিদান,  
মায়ের চোখের জল বৃদ্ধাশ্রমে কাটানো কষ্টের ফল নয়,  
মায়ের চোখের জল তার প্রিয় সন্তানের অদর্শন বেদনার

হাসান ইমতি 

স্বরচিত
হাসান ইমতির কবিতারা 


সোমবার, ২৯ জুলাই, ২০১৩

তোমায় ভালোবেসে যাব চিরদিন কিন্তু কোনদিন আমি তোমার হবো না - হাসান ইমতি















আমি অন্তহীন পথের অক্লান্ত যাত্রী এক, এই
পথই আমার ঘর, পথই আমার বাড়ী, নিরন্তর
পথ চলাতেই আমার সুখ, শিকড়হীন ভাসমান
শ্যাওলার মতো, তীরহারা উদভ্রান্ত নাবিকের মতো,
বাস্তহারা যাযাবরের মতো, কুলহারা ঢেউয়ের মত
স্বপ্নহারা আমি বহুকাল ঘুরে বেড়িয়েছি গন্তব্যহীন
এই গন্তব্যহীন পথে অবিরাম চলতে চলতে আমি
পথচলাকেও ভালবেসেছি, ভালবাসতে শিখেছি
পথকেওআজ আমি আর কোন পিছুটান চাইনা,
কোন মানবিক বন্ধনকে আজ বড়ো ভয় আমার
আজ  কোন মানুষের কাছে আমি আর ভালোবাসার
প্রতিদান চাইনা, শর্তহীন আমার ভালোবাসা মানবীয়
ছলনার নীল বিষে পুড়ে আজ হয়েছে খাঁটি কোন
অপূর্ণতাই আজ আর কষ্ট দিতে পারেনা স্বপ্নহারা
আমাকে কোন মানবিক বন্ধন আজ আর পিছুটান
হয়ে আমার পথ আগলাতে পারে না কিছুতেই   
তাই তোমায় ভালোবেসে যাব চিরদিন
কিন্তু কোনদিন আমি তোমার হবো না



রবিবার, ২৮ জুলাই, ২০১৩

স্মৃতির দাগ - হাসান ইমতি

















আমি কেবল অবাক হয়ে ভাবি, কেবল ভাবি, ভাবি আর
ভাবি, বিবেকের দেয়ালে হেলান দিয়ে, চেতনার গভীরে মুখ
ডুবিয়ে ভাবি, ভাবি কেবল ভাবি, কি করে নিরন্তর ভালো
থাকো, ভালো থাকতে জানো তুমি, কি করে? আমার বড়
ঈর্ষা করতে ইচ্ছে পায় তোমাকে, বড় দুঃসহনীয় সে  ঈর্ষা,
গোপন ঈর্ষা দীঘিতে ডুবসাঁতার কাটতে কাটতে আমারও
বড়ো অমানবিক, বিবেকহীন, আপোষহীন ভালো থাকতে
ইচ্ছে পায় তোমার মতো, বড় ইচ্ছে পায় ভালো থাকতে,
তোমার মতো করে নিঃসীম, বিবেকহীন নিরন্তর ভালো  
আমার বড়ো জানতে ইচ্ছে পায়, নীলিমার নীল বিষে
রক্তাক্ত সবুজ বুক খামচে ধরে নীল মেঘের অসীমের
ক্ষুদ্রতা ছুঁয়ে বড় ইচ্ছে পায় জানতে কোন দাওয়াইতে,
কি করে সারালে তুমি তোমার বুকের পুরনো সেই ক্ষত
কোন সে মহাবিষে হল বিষক্ষয়, আমিতো পারিনি সে
ক্ষত শুকাতে, আমিতো পাইনি খুঁজে সেই মহা নীলবিষ

আমি অবাক হয়ে যাই, হতবাক হয়ে যাই তোমার সুখী
হবার সহজাত ঐশ্বরিক ক্ষমতা দেখে, কতো সহজেই
ভালো থাকতে জানো তুমি, কতো সহজেই সব ভুলে
যেতে পারো তুমি, কতো সহজেই সুখী হতে পারো তুমি,
কত সহজেই পুরনোকে বেঁচে দিতে পারো নতুনের দামে,  
কত সহজেই নিজেকে বদলে নিতে পারো নতুনের ফ্রেমে
পুরনো জীবনে দুঃখনীশি নেমে এলে কতো সহজেই
বিশ্বাস নিলামে তুলে, অতীতের সব সুখ স্পর্শ, স্মৃতির
দাগ পায়ে দলে খুজে নিতে পারো নতুন নির্লজ্জ আশ্রয়
তোমার মনের শরীর শ্বেতহংস পালকের মতো নিষ্কলুষ
স্মৃতির অস্পৃশ্য নোংরা দাগ লেগে থাকে না কখনোই


শনিবার, ২৭ জুলাই, ২০১৩

সুখ ও ঐশ্বর্য - হাসান ইমতি














আমি চেয়েছিলাম একদন্ড সুখ,
তোমার ভাবনায় ঐশ্বর্যের চমক
আমি খুঁজেছিলাম চিত্তের সুখ,
তোমার ছিল বৈভবের অসুখ

সুখের কোন পূর্বশর্ত থাকে না,
চিত্তের অনুভবে যে কোন মানুষ
পারে খুব সহজেই সুখী হতে

কিন্তু বৈভব বড় পক্ষপাতপূর্ণ,
কিন্তু ঐশ্বর্য বড় শর্তসাপেক্ষ
তাই আমি সহজেই তোমাকে চাইলেও
তুমি আমার হতে পারলেনা কিছুতেই




শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

অধরা - হাসান ইমতি
















আকাশের নীল রঙ তোর ছিল ভীষণ ভীষণ
প্রিয়, সেই আকাশের নীল নীলাম্বরী সাজে
তুই তোর নিজেকে রাঙাতে ভালোবাসতিস,
আকাশের নীল রং ছিল তোর শরীরে,সাজে,
চেতনায়, তোর জলে, স্থলে, অন্তরীক্ষে ছিল শুধু
নীলের কারুকাজ,শুধু নীলের জয়জয়কার তাই
কি তুইও আকাশের মত অধরা রয়ে গেলি ?
অনেক দূরে বলে আকাশকে ছুতে পারিনি
এতো কাছে, এতো পাশে আকাশ রঙা তুই ,
এতো ইচ্ছে তোকে একটু ছুঁই, তবুও কত দূরে
তারপরও তোকে ছুঁতে  পারিনা একদমই
নীল আকাশরঙ্গা তুইও যে কেবলই
নীল আকাশের মতোই অধরাই থেকে যাস
আমার স্বপ্ন থেকে,
আমার চিন্তা থেকে,
আমার অনুভব থেকে
আমার জীবন থেকে,
আমার বাস্তবতা থেকে,
ঐ বিশাল নীল আকাশের মতই,
কেবলই অধরা থেকে যাস তুই
আমাকে কেবল ছোঁয় তোকে না ছুঁতে পারার
নীল কষ্টের আকাশের চেয়ে বিস্তীর্ণ শরীর



হাসান ইমতি 

স্বরচিত
হাসান ইমতির কবিতারা 



স্পর্ধিত স্পর্শ - হাসান ইমতি

















তোমার করতল ছুঁয়ে যে নদী সাগরে নেমেছে,
সে তো তোমার স্পর্শকেও বুকে নিয়ে গেছে
আমি সাগরকে ছুঁয়ে তাই ছুঁয়েছি পাহাড়কেও,
নদী, মেঘ বৃষ্টিকে ছুঁয়েছি, ছুঁয়েছি তোমাকেও

তোমার বাঁধভাঙ্গা হাঁসি যে বাতাসে মিশেছে  
সে বাতাসও তো তোমার খুশিতে হেসেছে
সে বাতাসকে ছুঁয়ে আমি ছুঁয়েছি জীবনকেও,
ছোটখাট মানবিক খুনসুটিকে, ছুঁয়েছি তোমাকেও

তোমাকে যে ছুঁয়েছে মানবিক গভীরতায় সে
কি কভু নিঃসঙ্গ হতে পারে বনসাই রাজকন্যা ?

তোমার হাসিতে যে কষ্ট ভুলেছে সে কি কভু
সুদুরের অচিন মানুষ হয় বনসাই রাজকন্যা ?

পিছুটান - হাসান ইমতি

















বহুদিন পর আজ আবার তোমার নাম শুনলাম,
কিছু সময়ের জন্য, অল্প কিছুক্ষণের জন্য যেন
সময় থমকে গিয়েছিল, সহসা বুকে জমে থাকা
অনেক অনেক পুরনো কথা মনে পরে গিয়েছিল,
মনে  হয়েছিল পিছে ফেলে আসা অতীতের সেই
পুরনো স্মৃতিময় পৃথিবীতে আবার, আর একবার
ফেরা গেলে খুব ভাল হত, কিন্তু এতো কাছাকাছি
এসেও আমাদের মাঝে আজ সহস্র আলোক বর্ষের
যোজন যোজন দূরত্ব, মানুষ সহজেই বদলে যায়  
সময়ের পাকে, জীবন বদলে যায় নিয়তির বাঁকে,
নতুন পুরানো হয়, হারিয়ে যায় প্রবাহমান সময়ের  
হাতছানিতে, প্রতিনিয়ত জীবনের পুরনো গতিপথ
বদলে যায় বহমান নদীর গতিধারা বদলের মতো,
কিন্তু নদীর কি ফেলে আসা পথের জন্য কষ্ট জমা  
হয়ে থাকে মানুষের ফেলে আসা জীবনের মতো ?
যে কুল একদা ভেঙ্গে গেছে তার অভাব বোধ কি
না থাকার শূন্যতায় ভরে রাখে আগামীর পথ চলা ?

রোমন্থন - হাসান ইমতি

















স্বার্থপর জগতে লাভক্ষতির হিসাবজালে বন্ধী মানবদর্শন,
পাওয়া না পাওয়ার ঘূর্ণাবর্তে লক্ষ্যভ্রষ্ট মানবতার প্রতিসরন
তবু এই পরিবর্তনশীল সময়ের বেদনাহীন বুকে দাড়িয়ে
করুন নিয়তির মত বড় কান্নাভেজা প্রশ্ন জাগে বারবার
আজ কেমন আছে ফেলে আসা সময়ের কিছু প্রিয় মুখ?

আমার অনুপস্থিতি কি শূন্যতা হয়ে আছে তাদের চেতনায়?
এই স্বার্থহীন প্রশ্ন গুলো আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খায়,
এই অবান্তর প্রশ্নগুলো কষ্টের আদলে শুধু প্রশ্নই থেকে যায়,
থেকে যাবে, হয়তো এসবের জবাব মিলবে না কোনকালেই,
আমি হয়তো প্রথাগত নিয়মের কোন হিসেবী মানুষ নই,
প্রথাগত মানুষদের  ঘর থাকে, সংসার থাকে, নিজেদের
একটা জগৎ থাকে, এই সব ঘিরেই তাদের যত হিসাব নিকাশ,
খুব দ্রুত তারা সব শিখে নেয়, খুব দ্রুত নিজেদের বদলে নেয়,
শুধু আমি বেহিসাবী থেকে যাই বরাবর, লাভক্ষতির হিসাবে,
যোগ বিয়োগের অংকে আমার  বরাবরই খুব ভুল হয়ে যায়

মাঝে মাঝে জানতে ইচ্ছা করে, আপাত এইসব মানুষগুলোরও
কি মন কাঁদে ফেলে আসা পথের কথা ভেবে, রাত্রির গহীনে,
বৃষ্টি ভেজা কোন একাকী মুহূর্তে, কোন গোপন নিঃসঙ্গতা কি
স্পর্শ করে, হয়তো করে, হয়তো করে না, হয়তো কাঁদে
হয়তো কাঁদে না, এইসব প্রশ্নের আসলে গড়পড়তা কোন
উত্তর হয় না, যে যার মতো করে তার হিসাব নিকাশ রাখে

আমার এই ক্ষত শুধু আমার একান্ত একার, আমি জনসম্মুখে
এই ক্ষত লুকিয়ে রাখি,  ফেলেআসা স্মৃতিঘেরা মানুষদের
কাছে কখনো ফিরে যাই না, ফিরে যেতে হয় না, ফিরে গেলে
না কখনো আজকের বদলে যাওয়া এই মানুষদের মাঝে সেই
মানুষদের ফিরে পাওয়া যায়, না প্রিয় স্মৃতি ধরে রাখা যায়,
ফেলেআসা স্মৃতিঘেরা মানুষদের কাছে কখনো ফিরে যেতে নেই,
সেই মানুষগুলোকে স্মৃতিতেই  রাখতে হয়, ফিরে যেতে হয় না

বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

স্বপ্নহীন কোন মানুষ থাকে না - হাসান ইমতি
















স্বপ্নহীন মানুষের কোন বর্ণ থাকে না,
স্বপ্নহীন মানুষের কিছু করার থাকে না,
স্বপ্নহীন মানুষের কিছু চাওয়ার থাকে না,
স্বপ্নহীন মানুষের কোথাও যাবার থাকে না

স্বপ্নহীন মানুষের কিছু দেবার থাকে না,
স্বপ্নহীন মানুষের কিছু পাওয়ার থাকে না,  
স্বপ্নহীন মানুষের কোন কষ্ট থাকে না,
স্বপ্নহীন মানুষের কোন স্বপ্ন থাকে না

স্বপ্নহীন কোন মানুষ থাকে না,
বর্ণহীন কোন মানুষ থাকে না,
কষ্টহীন কোন মানুষ থাকে না,
গন্তব্যহীন কোন মানুষ থাকে না

স্বপ্নকে আকড়ে ধরে মানুষ বেঁচে থাকে,
স্বপ্নকে আকড়ে ধরে মানুষ কষ্ট পায়,
স্বপ্নকে আকড়ে ধরে মানুষ কষ্ট পেতে ভালোবাসে,  
কষ্টকে আকড়ে ধরেই মানুষকে বেঁচে থাকতে হয়


হাসান ইমতি 

স্বরচিত
হাসান ইমতির কবিতারা 



Related Posts Plugin for WordPress, Blogger...